Turag Bilash 2
Home Improvement

Turag Bilash 2

Md Mahabub Alam
প্রকল্পের নামঃ তুরাগ বিলাস —২
স্থানঃ সরকারি বিসিএস(এডমিন) প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের — প্রত্যাশা প্রকল্পের পশ্চিম পাশে।
উত্তরা ১০ নং সেক্টর থেকে প্রায় ০১ কিঃ (আব্দূল্লাহপুর—আসুলিয়া রোডে ”প্রত্যাশা প্রকল্প”)
———————————————————————
জমির প্রতি শেয়ার মূল্য মং— ৬,২৫,০০০/—(ছয় লক্ষ পঁচিশ হাজার) টাকা,
মূল্যের প্রাথমিক জমা—৩,০০,০০০ (.......................................) টাকা
মূল্যের বাকীঃ জমি রেজিষ্ট্রেশন এর সময় (৩২৫০০০/—) টাকা
বর্তমান মূল্য অনুযায়ী জমি ও নির্মাণ খরচ সহ প্রায় (+ -) ৩০/৩২ লক্ষ টাকা পড়বে।
নির্মাণ করার ক্ষেত্রে সকল সদস্য কে তৎকালিন (ঐ সময়) সময় অনুসারে সকলে সমান হারে নির্মান খরচ বহন করতে হবে।
কাজের ধাপ অনুযায়ী আগামী ০৫ বছর এ পরিশোধ করতে হবে।
‘‘তুরাগ বিলাস প্রকল্প—২” এর সুবিধাঃ—
১) উক্ত প্রকল্পের পূর্ব পার্শ্বে সরকারি বিসিএস(এডমিন) প্রশাসনের সাবেক ও বর্তমান সন্মানিত ব্যক্তিদের— প্রত্যাশা প্রকল্প।
২) উক্ত প্রকল্পের সন্নিকটে এলিফেটেড এক্সপ্রেস নিমার্নাধীন সু—বিশাল চার লাইন রাস্তা।
৩) উক্ত প্রকল্পের সন্নিকটে উন্নতমানের ৩টি হাসপাতাল।
৪) উক্ত প্রকল্পের সন্নিকটে নিমার্নাধীন অত্যাধুনিক এলিফেটেড এক্সপ্রেস ও বাস ষ্টেশন।
৫) উক্ত প্রকল্পে চলাচলের জন্য সুবিশাল ব্রিজ।
৬) উক্ত প্রকল্পের দক্ষিণ দিক দিয়ে ওয়াকওয়ে।
উক্ত প্রকল্পে প্রস্তাবিত সুবিধাঃ—
১) রাস্ত—ঘাট, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাসনের ব্যবস্থা থাকবে।
২) পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য প্রকল্পের চারিদিকে গাছ—পালা ও সৌন্দর্য বর্ধনের জন্য
বিভিন্ন প্রকার ফুলের গাছ লাগানো থাকবে।
৩) পর্যাপ্ত পরিমান আলো—বাসাত যাতায়াতের জন্য ব্যবস্থা থাকবে।
৪) পরবতীর্তে আরো যুগোপযুগি আধুনিক ব্যবস্থা করা হবে।
যোগাযোগঃ ০১৭১১১৭৩৬০৭, ০১৭১১১৫৪০২৬, ০১৯৮৮৮৯৯৯৪৯
Related Posts
News insight
Holand 12/Dec/2024
Holand

"৯১ বন্ধু মহল" এর সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। রাজউক প্ল্যান পাস প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই কাজ শুরু হবে।...